মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 26, 2025 10:31 AM

printer

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফরডে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টে ইংল্যান্ড আজ ৭ উইকেটে ৫৪৪ রান হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে

ম্যানচেস্টারের  ওল্ড ট্র্যাফরডে  অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড আজ  ৭ উইকেটে ৫৪৪  রান হাতে নিয়ে  চতুর্থ দিনের খেলা  শুরু করবে ।  জো রুট  ১৫০ রান করেছেন । বেন স্টোক্স ৭৭ রানে ও লিয়াম ডওসন ২১ রানে  অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ২ টি করে উইকেট নিয়েছেন ।

এদিকে একদিনে তিন কিংবদন্তি ক্রিকেটারকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের ব্যাটিং তারকা জো রুট। শুক্রবার ম্যানচেস্টারে তার ১৫০ রানের অনবদ্য ইনিংস খেলে ভারতের রাহুল দ্রাবিড়, দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে টপকে গিয়েছেন রুট। এখন তালিকায় তার আগে শুধুমাত্রই শচিন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন