ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা দারুণ ফল করেছে । পুরুষদের ডবলসে স্বাত্তিক সাইরাজ রেনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার লো হাং ই ও এন এং চেয়ং জুটিকে ২১-১৩, ২১-১৫ পয়েন্টে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। মহিলাদের সিঙ্গলসে আনমোল খারব ও তানসিম মির যোগ্যতাঅর্জন পর্বে যথাক্রমে আজারবাইজানের কেইশা ফাতিমা আঝ্রকে ২১-১১, ২১-১৩ পয়েন্টে এবং থাইল্যান্ডের তিডাপ্রন ক্লিবাইশুনকে ২১-১৪, ১৩-২১ ও ২১-১৭ পয়েন্টে হারিয়ে মূলপর্বে উঠেছেন। পুরুষদের ডবলসের যোগ্যতাঅর্জন পর্বে যথাক্রমে ডিঙ্কু সিং কন্থুজাম ও আমান মোহাম্মদ ২১-১৮, ২১-১৭ পয়েন্টে হংকংযের জুটিকে পরাজিত করে মূলপর্বে উঠেছেন। মিক্সড ডবলসে থান্দ্রাগিনি হেমা নগেন্দ্র বাবু ও প্রিয়া কঞ্জেংবাম জুটি মূলপর্বে উঠেছেন।
Site Admin | July 30, 2025 12:00 PM
ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় খেলোয়াড়রা দারুণ ফল করেছে
