মৌনি অমাবস্যা উপলক্ষ্যে ভারতীয় রেল ২শো৪৪ টি বিশেষ ট্রেন চালিয়েছে। এই সময়কালে যাত্রী পরিবহনের সংখ্যা সাড়ে চার লক্ষের অধিক। ভারতীয় রেল, চলতি মাসের ৩ থেকে ১৮ তারিখ পর্যন্ত পূন্যার্থীদের অতিরিক্ত ভীড় সফলভাবে সামাল দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, ৪০ টি বিশেষ ট্রেনে আনুমানিক ১ লক্ষ পূন্যার্থী সফর করেছেন।
Site Admin | January 20, 2026 11:26 AM
মৌনি অমাবস্যা উপলক্ষ্যে ভারতীয় রেল ২শো৪৪ টি বিশেষ ট্রেন চালিয়েছে।