January 20, 2026 11:26 AM

printer

মৌনি অমাবস্যা উপলক্ষ্যে ভারতীয় রেল ২শো৪৪ টি বিশেষ ট্রেন চালিয়েছে।

মৌনি অমাবস্যা উপলক্ষ্যে ভারতীয় রেল ২শো৪৪ টি বিশেষ ট্রেন চালিয়েছে। এই সময়কালে যাত্রী পরিবহনের সংখ্যা সাড়ে চার লক্ষের অধিক। ভারতীয় রেলচলতি মাসের ৩ থেকে ১৮ তারিখ পর্যন্ত পূন্যার্থীদের অতিরিক্ত ভীড় সফলভাবে সামাল দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে৪০ টি বিশেষ ট্রেনে আনুমানিক ১ লক্ষ পূন্যার্থী সফর করেছেন।