February 24, 2025 8:56 AM

printer

মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ শিল্ড জয় করেছে।

মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল লিগ শিল্ড জয় করেছে। কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মোহনবাগান ১-০ গোলে ওডিশা এফ সি-কে হারিয়ে দু ম্যাচ বাকি থাকতেই লিগ শিল্ড জিতে নিয়েছে। খেলার অন্তিম মুহূর্তে দিমিত্রি পেত্রাতোস গোল করেন। মোহনবাগান ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পরপর দুবার এই খেতাব জয় করলো।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।