মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 18, 2024 11:23 AM

printer

মোহনবাগান সুপার জায়ান্ট আজ  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ লিগ  ম্যাচে, তাজিকিস্তানের এফ সি রাভেশানের বিরূদ্ধে খেলবে।

মোহনবাগান সুপার জায়ান্ট আজ  এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ লিগ  ম্যাচে, তাজিকিস্তানের এফ সি রাভেশানের বিরূদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে  খেলা শুরু  সন্ধ্যা সাড়ে সাতটায়।

মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ এ তে আছে। মোহনবাগানের গ্রুপে আছে ইরানের ট্যাক্টর এফ সি,কাতারের আল ওয়াকরাহ এফ সি, তাজিকিস্তানের এফ সি রাভেশান। আটটি গ্রুপে ৩২ টি দল অংশ নিচ্ছে।

গত মরশুমে আইপিএলে লিগ শিল্ড জিতে মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টু, তে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ পর্বের ম্যাচ ৫ ই ডিসেম্বর পর্যন্ত হবে। গ্রুপের খেলা  রাউন্ড রবীন লিগে  হোম এন্ড আওয়ে পর্যায়ে অনুষ্টিত হবে। প্রতি গ্রুপের প্রথম দুটি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠবে

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।