মোহনবাগান সুপারজায়ান্ট ও ইস্টবেঙ্গল ১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। দুটি দলই গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে শেষ আটে পৌঁছেছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ডার্বি ম্যাচকে ঘিরে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। টিকিটের চাহিদা তুঙ্গে। এই ম্যাচের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, আজ জামশেদপুরে বিকেল চারটেয় আরেকটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডায়মন্ডহারবার এফ সি, জামশেদপুর এফ সির বিরুদ্ধে খেলবে।