মোবাইল ফোনে ‘সঞ্চার সাথী’-অ্যাপ প্রি-ইনস্টল’ থাকা, বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। দেশের নাগরিকদের মধ্যে অ্যাপটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। সরকার স্পষ্ট করে দিয়েছে, মোবাইল ব্যবহারকারীরা চাইলেই এই
অ্যাপটি ফোন থেকে সরিয়ে ফেলতে পারবেন। নাগরিককঅদের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া, অ্যাপটির আর কোনো কাজ নেই বলে জানানো হয়েছে।
টেলি যোগাযোগ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এখনো পর্যন্ত এক কোটি ৪০ লক্ষ ব্যবহারকারী এই অ্যাপ ডাউনলোড করেছেন। প্রতিদিন দু-হাজারের মতো প্রতারণার ঘটনা চিহ্নিত করা সম্ভব হচ্ছে। গত একদিনেই ছ’লক্ষ নাগরিক অ্যাপ ডাউনলোড করেছেন বলেও মন্ত্রক জানিয়েছে।