July 6, 2024 9:47 PM

printer

মোদীর সঙ্গে সাক্ষাৎ, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা মিজো মুখ্যমন্ত্রীর।

মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা আজ নতুনদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। আসাম রাইফেলসকে আইজল শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে “জোখাওথার”-এ নতুন শিবিরে স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা করেন তাঁরা। তারা রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “” নিয়েও আলোচনা করেছেন – যা রাজ্যের

নতুন উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে রাজ্য সরকারের গৃহীত প্রকল্প বানা কাইহ নিয়েও তাঁদের কথা হয়েছে। বাংলাদেশ থেকে আসা ‘বম’ শরণার্থীদের ব্যাপারেও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।