October 31, 2025 9:38 PM

printer

মেলবোর্নে দ্বিতীয় টি -২০ ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ভারতকে হারিয়ে পাচঁ ম্যাচের টি -২০ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে।

মেলবোর্নে দ্বিতীয় টি -২০ ক্রিকেট ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ভারতকে হারিয়ে পাচঁ ম্যাচের টি -২০ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়।  ভারত ১৮ ওভার ৪ বলে ১২৫ রানে অলআউট হয়ে যায়। অভিষেক শর্মা ৬৮, হরষিত রানা ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে জশ হেজেলউড তিন উইকেট নেন। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ১৩ ওভার ২ বলে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক মিচেল মার্শ ৪৬, ট্র্যভিস  হেড ২৮ রান করেন। ভারতের হয়ে জশপ্রীত বুমরাহ, বরুন চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।