মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফা বন্ধ থাকবে। সকাল 6টা থেকে দুপুর দুটো পর্যন্ত সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে প্রশাসন জানিয়েছে। সেই সময় সব যান বাহন অন্য পথে ঘুরিয়ে দেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পণ্যবাহী যান ছাড়া হাওড়া থেকে আসা কলকাতাগামী যানবাহনগুলি বিকল্প পথ হিসেবে হাওড়া সেতু (রবীন্দ্র সেতু)অথবা নিবেদিতা বা ওল্ড বালি ব্রিজ ব্যবহার করতে পারবে।
এছাড়া ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা কলকাতাগামী পণ্যবাহী যানগুলি ধুলাগড়-নিব্রা-সলপ-পাকুরিয়া-সিসিআর ব্রিজ ব্যবহার করে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করতে পারে।
অন্যদিকে, ডানকুনির দিক থেকে আসা পণ্যবাহী যানগুলি যেগুলি কোনা এক্সপ্রেসওয়ে/দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে কলকাতায় যেতে চায় সেগুলিও নিবেদিতা সেতু ব্যবহার করতে পারে।
পণ্যবাহী গাড়ি ছাড়া কোলাঘাটগামী যানবাহন কাজীপাড়া-জিটি রোড-বাতাইতলা-আন্দুল রোড-আলমপুর- ১৬ নম্বর জাতীয় সড়ক -ধুলাগড়-রানিহাটি দিয়ে অথবা হ্যাংসাং ক্রসিং, কোনা এক্সপ্রেসওয়ে, নিবরা,NH 16,অংকুরহাটি, ধুলাগড়, রাণীহাটি হয়ে কোলাঘাটের দিকে যেতে পারবে।