মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতার নাম শিখা দে দাস। ৯ মাসের এই প্রসূতি তাঁর শারীরিক সমস্যা নিয়ে গতসন্ধ্যায় ভর্তি হতে এসেছিলেন কিন্তু জ্বর আর কাশির ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে রাত ৩ টে নাগাদ শ্বাসকষ্ট হওয়ায় ইমার্জেন্সিতে নিয়ে আসার পর আজ ভোর ৬টা নাগাদ মারা যান। তাঁর স্বামী পবিত্র দাসের দাবি ভুল চিকিৎসার কারণে এই মৃত্যু । এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতর থেকে দুই সদস্যের প্রতিনিধিদল পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের তরফেও গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।