মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 20, 2025 10:18 PM

printer

মেদিনীপুরে বাম যুবনেত্রী সুশ্রীতা সোরেন ও সুচরিতা দাসকে মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। 

মেদিনীপুরে বাম যুবনেত্রী সুশ্রীতা সোরেন ও সুচরিতা দাসকে মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ।  বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ আজ রাজ্যের আবেদন খারিজ করে জানান, ঘটনার তদন্তে সিট গঠন ও অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে FIR করার নির্দেশ যথাযথ। তাতে হস্তক্ষেপের প্রয়োজন নেই।

উল্লেখ্য, গত পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনের দিন অশান্তির ঘটনার প্রতিবাদে তেসরা মার্চ বেশ কয়েকটি বাম ছাত্র সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয়। ঐদিন মেদিনীপুর থানায় নিয়ে গিয়ে সুশ্রীতা ও সুচরিতাকে মারধোরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চ, বিশেষ তদন্তকারী দল-সিট গঠন করে তদন্ত এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেন। এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।