December 29, 2025 3:23 PM

printer

মেক্সিকোর তেহুয়ানতেপেক ইস্তমাসের ইন্টারওশিয়ানিক করিডোরে সালিনা ক্রুজ-কোয়াতজাকোয়ালকোস রুটে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন।

মেক্সিকোর তেহুয়ানতেপেক ইস্তমাসের ইন্টারওশিয়ানিক করিডোরে সালিনা ক্রুজ-কোয়াতজাকোয়ালকোস রুটে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হয়েছেন। ট্রেনটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

মেক্সিকোর নৌবাহিনী ৩৬০ জন কর্মী নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স, বায়ুসেনার বিমান, এবং একটি ড্রোন মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।