মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 18, 2025 8:19 PM

printer

মৃত , স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনও অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না বলে নির্বাচন কমিশন ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে।

মৃত , স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনও অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না বলে নির্বাচন কমিশন ফের স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। এ ধরনের কোনও ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আজ জানিয়েছেন।  রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে  জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ওই দুই নির্বাচনী জেলার ERO-দের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি কমিশনের এই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন বলে জানা গিয়েছে।  এ পর্যন্ত এস আই আর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে কমিশন কর্তারা সন্তোষ প্রকাশ করেছেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের জানান।

 বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার আরো জানান, যেখানে বিএলএ ফর্ম পূরণ করে বিএলওর হাতে তুলে দিচ্ছেন, সেখানে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারায় বিএলও-দের লিখিত দিতে হবে যে, ফর্মে কোনও ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাঁদেরই।  এরপরে আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের দফতরের কনফারেন্স রুমে আরেক দফা বৈঠকে বসেন ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের কর্তারা। আজ রাতেই তাঁদের নদীয়ার কৃষ্ণনগরে পৌঁছানোর কথা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।