মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 16, 2025 1:57 PM

printer

মূর্শিদাবাদের ঘটনায় এন আই এ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের একাংশ।

মূর্শিদাবাদের ঘটনায় এন আই এ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীদের একাংশ। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং সংযুক্তা সামন্ত জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ঘরছাড়া ৩-শো পরিবারকে অবিলম্বে ফেরাতে হবে। পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্হা এন আই এ-কে দিয়ে তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালী চ্যাটার্জী দাসের ডিভিশন বেঞ্চ এই অনুমতি দিয়েছে। আগামীকাল মামলাটি শোনা হবে।  

     এদিকে, বিশ্ব হিন্দু পরিষদও এন আই এ তদন্তের দাবি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আলাদাভাবে মামলা দায়ের করেছে। আগামীকাল সেটিও শোনা হবে।

     অন্যদিকে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে মূর্শিদাবাদের সামসেরগঞ্জ সহ বিভিন্ন সংঘর্ষদীর্ণ এলাকা। তবে, ১৬৩ ধারার মেয়াদ শেষ হলেও, টহল দিচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সামসেরগঞ্জ, সুতী ও জঙ্গিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন