মুসী নদী পুনরুজ্জীবন প্রকল্পে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি সাধারণ মানুষকে রাজ্যসরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান করেছেন এবং যাঁদের গৃহহীন হতে হচ্ছে, তাঁদের সরকার সবরকম ভাবে সাহায্য করবে বলে জানিয়েছেন। হায়দ্রাবাদে বাথুকাম্মা কুন্টা উদ্বোধন করে গত সন্ধ্যায় শ্রী রেড্ডি বলেন, রাজনৈতিক মতামত ব্যতিরেকে উন্নয়নে কোন দ্বিমত থাকা উচিত নয়। তিনি বলেন, স্থানীয় নির্বাচিত প্রতিনিধি বাদে, সরকারের পক্ষে উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণ করা সম্ভব হবে না।
Site Admin | September 29, 2025 10:36 AM
মুসী নদী পুনরুজ্জীবন প্রকল্পে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভন্থ রেড্ডি সাধারণ মানুষকে রাজ্যসরকারের সঙ্গে সহযোগিতার আহ্বান করেছেন