মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 13, 2025 8:29 PM

printer

মুসলমান বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছে।

মুসলমান বিধায়কদের বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথিত বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছে। ধ্বনী ভোটে সেটি গৃহীত হয়। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি সভায় উত্থাপন করেন। শুভেন্দু অধিকারী ওই বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশের ধর্মীয় এবং সামাজিক কাঠামোকে আঘাত করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বলেছিলেন, যে ক্ষমতায় এলে বিধানসভা থেকে মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলা হবে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুর এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি রাজ্যে ভুয়ো হিন্দুত্ববাদ আমদানির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।