মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত বড় চক্রান্ত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ধর্মের নামে কেউ কেউ ভুল কথা প্রচার করছে তার জন্য মানুষ প্ররোচিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। মুর্শিদাবাদের আসল সত্য দ্রুত সামনে আনা হবে বলে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী দোষীদের কঠোর শাস্তিরও আশ্বাস দেন। দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে বহরমপুর ব্যারাক স্কোয়্যার ময়দানের হেলিপ্যাডে অবতরণের পর সার্কিট হাউসের দিকে রওনা হওয়ার আগে সাংবাদিকেদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ করে বলেন, তিনি কারও বিপক্ষে নন তবে ষড়যন্ত্র, দাঙ্গার বিরুদ্ধে। সামশেরগঞ্জে হিংসার বলি হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে লুকিয়ে রাখা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন।
এরপর আজ বিকেলেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল হিংসা কবলিত ধুলিয়ান ও সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের কথা বলবেন বলে জানা গেছে। এর পর সুতির ছাপঘাটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচী রয়েছে। সেখান থেকেই হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে তিনি আর্থিক সহায়তা তুলে দেবেন।