মূর্শিদাবাদের ভারত – বাংলাদেশ সীমান্তে ৭১ কিলোমিটার অংশে রাজ্য সরকার জমি না দেওয়ায় কাঁটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যা নিরসনে রাজ্যপাল হিসেবে তিনিও উদ্যোগী হবেন।
মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ এবং রাম মন্দির তৈরি নিয়ে দুটি রাজনৈতিক দল যে ধরনের পরস্পর বিরোধী বক্তব্য রাখছে, তার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল বলেছেন, সর্বোচ্চ ন্যায়ালয় বিষয়টি নিষ্পত্তি করেছে। তাই সেটা নিয়ে এই ধরনের দুর্ভাগ্যজনক পরিস্হিতি সৃষ্টি হওয়া মোটেই কাম্য নয়।
তিনি বলেন, সাম্প্রতিককালে মুর্শিদাবাদ বহু অনভিপ্রেত কান্ডকারখানার কেন্দ্র হয়ে উঠেছে।
আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এই ধরনের কথাবার্তা সমাজে বিভাজন তৈরি করবে বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। তিনি বলেন, সাংবিধানিক কাঠামোর মধ্যেই কড়া হাতে এই সব অসামাজিক কার্যকলাপ দমন করা হবে।
এর আগে আজ সকালে রাজ্যপাল জিয়াগঞ্জে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর মায়ের নামাঙ্কিত এক প্রতিষ্ঠানের সঙ্গীত ও নাট্য কর্মশালায় যোগ দেন। স্থানীয় এক স্কুল পরিদর্শন করেন তিনি। ছাত্রী ও শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন। স্কুলের উন্নতিকল্পে ২ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। দুপুরে তিনি মধ্যাহ্ন ভোজনের পর ভারত বাংলাদেশ সীমান্তের লালগোলার আটরশিয়ায় যান। বিএসএফের কর্তা ও জওয়ান ছাড়াও অপেক্ষমাণ গ্রামবাসীদের সাথে আলাপচারিতায় অংশ নেন।
পরে অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষ দেখছেন, আইনের শাসনকেই মান্যতা দেওয়া হবে।
অন্যদিকে এস আই আর নিয়ে বি এল ও দের বিক্ষোভের প্রসঙ্গে বলেন কমিশন রয়েছে, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ব্যাবস্থস নিচ্ছে