মুর্শিদাবাদের ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুর ও নির্বাচন কমিশনের আধিকারিকদের হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক অয়ন ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ফারাক্কা থানায় উপস্থিত হয়ে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানান। বিজেপি নেতৃত্বের দাবি, এর আগে সামশেরগঞ্জেও একই ধরণের অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল।
উল্লেখ্য, মনিরুলের বিরুদ্ধে FIR দায়ের এর জন্য নির্বাচন কমিশনের তরফে জেলাশাসক কে নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। পাল্টা নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এফআইআর দায়েরের হুঁশিয়ারি দিচ্ছিলেন তিনি।
এদিকে,এস আই আর-এ কথিত হয়রানি ও তার প্রতিবাদে আজ বর্ধমান স্টেশন চত্ত্বরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিন বিক্ষোভকারীরা স্টেশনের ভিতরে ঢুকতে গেলে প্রথমে বাধা দেয় আরপিএফ। সেই বাধা পেরিয়ে স্টেশনের ভিতরে ঢুকে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের উপর শুয়ে পড়েন প্রতিবাদীরা। পরে আরপিএফ-এর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়।
অন্যদিকে, SIR প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানির প্রতিবাদে আজ দুপুরে জলপাইগুড়ি সদর বিডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভে সামিল হয় তৃণমূল শ্রমিক সংগঠন,আই এন টি টি ইউ সি। বিক্ষোভস্থল সংগঠনের কর্মী-সমর্থকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে । দাবী মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতারা।