January 16, 2026 9:54 PM

printer

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের ঝাড়খন্ডে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ ঐ জেলার বেলডাঙা রণক্ষেত্র

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের ঝাড়খন্ডে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আজ ঐ জেলার বেলডাঙা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে।

সুজাপুরের বাসিন্দা বছর ৩৭ এর আলাউদ্দিন শেখ ঝাড়খন্ডে ফেরিওয়ালার কাজ করতেন। গতকাল সকালে ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে পিটিয়ে খুন করা হয়েছে।

আজ সকালে আলাউদ্দিনের দেহ গ্রামে ফিরতেই স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করেন। বাঁশ ফেলে অবরোধ করা হয় বেলডাঙা স্টেশনও। এর জেরে শিয়ালদা লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। হাজারদুয়ারি এক্সপ্রেস, লালগোলা প্যাসেঞ্জারের মত গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়িয়ে পড়ে।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেলডাঙা ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবরোধের জেরে তৈরি হয় দীর্ঘ যানজট। আটকে পড়ে শতাধিক বাস ও পণ্যবাহী ট্রাক। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া ও জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ ঘটনাস্থলে যান। বিক্ষোভকারীদের নিয়ে স্থানীয় মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে তারা বৈঠকও করেন। বিক্ষোভকারীরা পরিযায়ী শ্রমিকদের জন্য জেলা প্রশাসনের বিশেষ পরিচয় পত্র, ২৪ ঘন্টার হেল্প লাইন চালু, নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের একজনকে সরকারি চাকরী সহ বিভিন্ন দাবি জানান। দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন।

এদিকে, ঘটনার খবর করতে গিয়ে একচি বেসরকারি টি ভি চ্যানেলের এক মহিলাকে সাংবাদিক নিগৃহীত হন বলে অভিযোগ। তার ক্যামেরাম্যানকেও মারধর করা হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যকে অশান্ত করার জন্যই ট্রেন এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। বেলডাঙার এই ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও দাবি করেন তিনি। সুকান্তবাবুর অভিযোগ এই ঘটনায় মমতা ব্যানার্জী সরকারের প্রচ্ছন্ন মদত আছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অভিযোগ করেছেন রাজ্যের  আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে প্ররোচিত করছেন। সামাজিক  মাধ্যমে এক বার্তায় শুভেন্দু বলেন, বেলডাঙ্গায় পুলিশের সামনেই এক মহিলা সাংবাদিকের ওপর হামলা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বিরোধী দলনেতা ।

বেলডাঙায় আজ উত্তেজিত জনতার হাতে এক বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিকের নিগ্রহেরও তীব্র নিন্দা করেছেন দলের মুখপাত্র অমিত মালব্য । এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, সুপরিচিত ঐ মহিলা সাংবাদিককে সকলের সামনে প্রায় এক কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীরা। সবথেকে বিস্ময়কর ঘটনা হলো বিপুল সংখ্যক পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে ছিলেন।

শ্রী মালব্যও রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করে এই ঘটনায় মুখ্যমন্ত্রী কীভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন। এব্যাপারে মুখ্যমন্ত্রী যেভাবে সাংবাদিকের বদলে দুষ্কৃতীদের পক্ষ নিয়েছেন তারও কড়া সমালোচনা করেন তিনি। শ্রী মালব্য বলেন, সাংবাদিক তাঁর নিজের কাজ করছিলেন, মুখ্যমন্ত্রী যেভাবে তাঁর ওপর নিগ্রহের প্রতিবাদ না করে উল্টে তাঁকেই আন্দোলন চলাকালীন সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তা অত্যন্ত নিন্দনীয়।

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পরিযায়ী শ্রমিকদের রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের হলেও এব্যাপারে প্রশাসন উদাসীন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।