মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 13, 2025 10:06 PM

printer

মুর্শিদাবাদের জঙ্গীপুর, সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের হিংসাদীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে।

মুর্শিদাবাদের জঙ্গীপুর, সামসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ানের হিংসাদীর্ণ এলাকায় পরিস্থিতি শান্তিপূর্ণ এবং নিয়ন্ত্রণে থাকলেও অবস্থা থমথমে। রাস্তাঘাট ফাঁকা। হিংসা বিধ্বস্ত এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। অনেক জায়গায় গ্রামে মানুষ নেই। বিএসএফ-এর রুটমার্চের পাশাপাশি চলছে পুলিশ বাহিনীর টহলদারি। হিংসায় এ পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 এই অশান্তির ঘটনায় মোট দেড়শো জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ধুলিয়ানের তিন ব্যবসায়ী রয়েছে। তাদের বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির অভিযোগ রয়েছে। ঐসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাঁচী, জামশেদপুর এবং রাজারহাটের সিআরপিএফ ক্যাম্প থেকে জওয়ানদের মুর্শিদাবাদে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক অশান্তির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার তাঁকে জানিয়েছেন, পরিস্থিতি উদ্বেগজনক হলেও তা নিয়ন্ত্রণে আছে।

 কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষভাবে নজর রাখার পরামর্শ দিয়ে বলেন, কেন্দ্রও পরিস্থিতির ওপর নজর রেখেছে। প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।

বিএসএফ-এর আইজি সাউথ বেঙ্গল কারনি সিং শেখাওয়াত আজ সকালে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এবং অতিরিক্ত মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন। দুই অতিরিক্ত মহানির্দেশক সুপ্রতিম সরকার ও বিনীত গোয়েল আজ সামসেরগঞ্জ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত মুর্শিদাবাদের ঘটনাবলীকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন।

বিজেপি, বিএসএফ বহিরাগতদের ঢুকিয়ে পরিকল্পিতভাবে অশান্তি ছড়িয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ অভিযোগ করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।