মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 18, 2025 12:44 PM

printer

মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় আপাতত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ গতকাল এই মর্মে নির্দেশ দিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা NIA তদন্তের  যে আর্জি জানিয়েছিলেন, সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। কেন্দ্রীয় সরকার যদি চায়, স্বতঃস্ফূর্তভাবে পরিস্থিতি খতিয়ে দেখে NIA তদন্তের নির্দেশ দিতে পারে বলে’ও নির্দেশে বলা হয়েছে। 

পাশাপাশি আদালত, ঘরছাড়াদের ঘরে ফেরানো ও তাদের পুনর্বাসনের বিষয় বিবেচনা করতে তিন সদস্যের একটি দল গঠন করেছে। জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের একজন করে সদস্য, এবং রাজ্য লিগাল এইড সার্ভিসের একজন সদস্য এই দলে থাকবেন। তারা আক্রান্তদের অভিযোগগুলি শুনবেন। দায়ের হওয়া FIR-গুলি খতিয়ে দেখার পাশাপাশি এলাকা ঘুরে আগামী ১৫ই মে তারা আদালতের কাছে রিপোর্ট জমা দেবেন। রাজ্যকে এই দলের সদস্যদের পরিপূর্ণ সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মালদায় গিয়ে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারবেন বলে জানিয়েছে আদালত।    

      অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ধুলিয়ানে যাওয়ার যে অনুমতি চেয়েছিলেন সে বিষয়ে আগামী সোমবার শুনানি হবে।