April 25, 2025 10:05 AM

printer

মুম্বাই সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানার পরিবারের সঙ্গে কথা বলার আর্জি খারিজ করেছে দিল্লি আদালত।

মুম্বাই সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানার পরিবারের সঙ্গে কথা বলার আর্জি খারিজ করেছে দিল্লি আদালত। আদালতে শুনানি চলাকালীন জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ তাহাউন রানার এই আবেদনের বিরোধিতা করে জানায়, পরিবারের সঙ্গে দেখা করতে দিলে রানা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করতে পারে। বিচারপতি চান্দের জিত সিং আদালতে রানার আবেদন খারিজ করে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল রানাকে ১৮ দিনের হেফাজতে নিয়েছে এনআইএ।