মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 10, 2025 8:52 AM

printer

মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানার ভারতে প্রত্যার্পণ, মোদী সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের এক উল্লেখযোগ্য দিক বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, ২০০৮-এ মুম্বাই সন্ত্রাসবাদী হামলায় অন্যতম অভিযুক্ত তাহাউর রানার ভারতে প্রত্যার্পণ, মোদী সরকারের সফল কূটনৈতিক প্রয়াসের এক উল্লেখযোগ্য দিক। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে শ্রী শাহ গতকাল বলেন, ভারতের জনগণের সঙ্গে যারা অসত্ আচরণ করেছে, তাদের প্রত্যেককে এদেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। এদেশের আদালতে তাহাউর রানার বিচার হলে তাকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসাবে অভিহিত করেন স্বরাষ্ট্র মন্ত্রী।
উল্লেখ্য তাহাউর রানাকে আজ বিশেষ বিমানে ভারতে নিয়ে আসা হচ্ছে বলে খবরে প্রকাশ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, ভারতে প্রত্যার্পণ না করার জন্য রানার আর্জি খারিজ করে দেয়। তার প্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রীর এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।