মুম্বাই নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ । আজ তল্লাশী চলাকালীন এক সাত বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছে। বুধবারের দুর্ঘটনায়, এই শিশুটির মাও মারা যায়। উল্লেখ্য, চলতি সপ্তাহে বুধবারে, মুম্বাইয়ের করঞ্জার থেকে দূরে সমুদ্রে ইঞ্জিন ট্রায়াল চলাকালীন ভারতীয় নৌবাহিনীর একটি যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ফেরীতে ধাক্কা মারে। ফেরিটি গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্ট কেভের দিকে ১১৩ জন যাত্রী নিয়ে যাচ্ছিল।
Site Admin | December 21, 2024 7:14 PM
মুম্বাই নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ ।