মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 24, 2025 1:37 PM

printer

মুম্বাই-এর আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদন্ড দিয়েছে।

মুম্বাই-এর আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালত চেক বাউন্স মামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রামগোপাল ভার্মাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদন্ড দিয়েছে। সাত বছর আগে একটি কোম্পানী শ্রী ভার্মার বিরুদ্ধে এই মামলা করে। এর পাশাপাশি শ্রী ভার্মাকে তিন মাসের মধ্যে ৩ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূর্ণের অর্থ মেটানো না হলে শ্রী ভার্মাকে আরও তিনমাস জেলে থাকতে হবে। বিচার প্রক্রিয়া চলাকালীন শ্রী ভার্মা গর হাজির থাকলে আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। রঙ্গিলা, সত্য, কোম্পানী, ভূত, সরকার সহ বহু গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ছায়াছবি নির্মাতা হিসেবে রামগোপাল ভার্মা ভারতীয় চলচ্চিত্র জগতে বিশিষ্ট স্হান দখল করে আছে।