মুজাফফরপুর থেকে আমেদাবাদের সবরমতি গামী জনসাধারণ এক্সপ্রেসের দুটি বগি আজ লাইনচ্যুত হয়েছে। পাঙ্কি ধাম স্টেশনের পরে কানপুরের ভাউপুরের কাছে দিল্লি-হাওড়া লাইনে এই দুর্ঘটনা হয়।
উত্তর মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শশীকান্ত ত্রিপাঠী জানিয়েছেন যে ঐ ট্রেনের পঞ্চম এবং ষষ্ঠ বগি ভাউপুর ইয়ার্ডের কাছে লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই। ডাউন ট্র্যাকে রেল চলাচল অব্যাহত রয়েছে। মধ্যরাতের মধ্যে আপ ট্র্যাকে স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।