মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, বুথ লেবেল আধিকারিকদের দেশের নির্বাচনী গণতন্ত্রের বুনিয়াদি স্তম্ভ হিসেবে অভিহিত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে গণতন্ত্র ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত এক আন্তর্জাতিক সম্মেলন- IIC-DEM-এর উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, ভারত গণতন্ত্রের জননী এবং প্রত্যেক যোগ্য ভোটদাতার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এই গণতন্ত্রের ভিত আরো শক্তিশালী করার পক্ষে অত্যন্ত জরুরী।
উল্লেখ্য, তিনদিনের এই সম্মেলনে ৭০টি দেশের শতাধিক আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন চলাকালীন কমিশন বিভিন্ন নির্বাচন পরিচালন সংস্থা EMB-র সঙ্গে ৪০ টি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।