মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচক মন্ডলী এবং গণতন্ত্রের অন্যান্য অংশীদাররা ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে। আজ পাটনায় এক সাংবাদিক সম্মেলনে বিশেষ নিবিড় সংশোধন বা S I R নিয়ে সমালোচনার জবাবে শ্রী কুমার বলেন, এই প্রক্রিয়া আইন মেনে এবং সাংবিধানিক সংস্থান অনুযায়ী করা হয়েছে। বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি দু’দিন ধরে খতিয়ে দেখার পর , তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিহারে রাজ্য পর্যায়ের সংশ্লিষ্ট সকলেই এই প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেছেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর, বিহারের তিন লক্ষ ৬৬ হাজার ভোটদাতা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাঁদের নাম তালিকা থেকে অপসারণের জন্য বিধিবদ্ধব্যবস্থা নিয়েছেন। তিনি বিহারে সাফল্যের সঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ করার জন্য বুথ পর্যায়ের আধিকারিকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেছেন।
তিনি জানান, বিহারের নির্বাচনকে অবাধ , শান্তিপূর্ণ রাখতে ১৭ টি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে, মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্ণাংগ বেঞ্চ , আইন বলবতকারী সংস্থা ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা করে।