মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন দিল্লীতে আজ বিহার বিধানসভা নির্বাচন এবং দেশের আন্যান্য অংশে কয়েকটি জায়গায় উপনির্বাচনের জন্য নবনিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন। নতুনদিল্লীর দ্বরকায় IIIDEM এ এক বৈঠকে পুলিশ,ব্যায়, এবং সাধারণ নানা বিষয়ে বিহারে নির্বাচনের জন্য ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক সদ্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অবহিত করা হবে। মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের পূর্নাঙ্গ দল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দুদিনের জন্য বিহার সফরে যাবে। নির্বাচন কমিশন, বিহার বিধানসভা নির্বাচন ও আটটি রাজ্যে উপনির্বাচনের জন্য ৪৭০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে।
Site Admin | October 3, 2025 9:21 AM
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নতুন দিল্লীতে আজ বিহার বিধানসভা নির্বাচন এবং দেশের আন্যান্য অংশে কয়েকটি জায়গায় উপনির্বাচনের জন্য নবনিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসবেন।