মুখ্যমন্ত্রী রথযাত্রা নিয়ে রাজনীতি করছেন বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন,মুখ্যমন্ত্রী দীঘা নিয়ে রাজনীতি এবং মানুষকে হালাল প্রসাদ বিতরণ করছেন। তিনি বলেন,দীঘায় মন্দির নির্মাণ করা হয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদে যে মন্দিরগুলি ভাঙ্গা হয়েছে এবং মহেশতলায় তুলসী মঞ্চ উপড়ে ফেলা হয়েছে তার কি হবে রাজ্য সভাপতি সে বিষয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে সে সম্পর্কেও তিনি প্রশ্ন তোলেন।
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন হিন্দুদের বিভ্রান্ত ও হিন্দু ভোট বিভাজন করতে মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির নির্মাণ করে রথযাত্রা করছেন। বিশেষ সম্প্রদায়ের ভোটের পরেও সরকার গড়ে তোলার জন্য হিন্দুদের যে ভোট মুখ্যমন্ত্রীর প্রয়োজন তার জন্য মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন। বিরোধী দলনেতা পুরীধামের এবং হিন্দু রীতিনীতি মেনে সর্বত্র রথযাত্রা পালনের জন্য সবাইকে আবেদন জানিয়েছেন।