January 8, 2026 9:43 PM

printer

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এবছরের গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করেছেন। আউট্রাম ঘাট সংলগ্ন গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প থেকে বিকেলে এক অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন করেন।

মুড়িগঙ্গা চ্যানেলে পারাপারের সময় ঘন কুয়াশায় দৃশ্যমানতা ঠিক রাখতে প্রতিটি মিনারে বিশেষ ফগ লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে ১৭ তারিখ পর্যন্ত মেলার সঙ্গে সংশ্লিষ্ট সকলের এবং আগত পূণ্যার্থীদের জন্য রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকার বীমার ব্যবস্থা করেছে।  

লট এইট, কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি ও মেলা প্রাঙ্গণ মিলিয়ে মোট ১২৫ শয্যা বিশিষ্ট পাঁচটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে,এছাড়াও অসুস্থতা জনিত যেকোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে একটি এয়ার অ্যাম্বুলেন্স তিনটি ওয়াটার অ্যাম্বুলেন্স সহ ১০০ টি অতিরিক্ত অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

     পুন্যার্থীদের যাতায়াতের জন্য রাজ্য পরিবহণ দফতর ১০-ই জানুয়ারী থেকে ১৭-ই জানুয়ারী পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেবে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম WBTC ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম মোট ৫২০-টি গাড়ি পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, মেলার সময় গঙ্গাসাগর যাতায়াতের জন্য প্রধান সড়ক ১১৭ নম্বর জাতীয় সড়কে ভিন্ন রাজ্য সহ এই রাজ্যে একাধিক যানবাহন চলাচল করায় দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকার বে-সরকারী বাস সংগঠনগুলিকে নিরাপত্তা আরও মজবুত করার কথা বলেছে। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফে কোয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে জোকা থেকে নামখানা পর্যন্ত দুই লেনের রাস্তার দু-ধারে খুঁটি বসানোর দাবি জানানো হয়েছে।