মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। দার্জিলিং-এ তিনি পুনর্গঠনের কাজ তদারকি এবং পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় দমকল কর্মী, SDRF, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তাঁদের রাজ্যের তরফে বিশেষ ভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হবে বলে ঘনিষ্ট মহলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, পাহাড়ে ধস ও উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতির মধ্যে কর্তব্যে গাফিলতির অভিযোগে নবান্নের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা এক আধিকারিককে শোকজ করা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণও দর্শাতে বলা হয়েছে ঐ আধিকারিককে।