মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী রাজ্যের সেতু ও উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত রোড সেফটি কমিটির চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দ্রুত গতিতে এই অডিট কার্যক্রম শুরু করেছে। পূর্ত দফতর এবং কেএমডিএ সূত্রে খবর, জোরকদমে কাজ চলছে। দুটি দফতরই পৃথকভাবে সেতু ও কালভার্টগুলির স্বাস্থ্য পরীক্ষা করছে। আসন্ন শারদোৎসবের আগে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই অডিট কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
উল্লেখ্য বর্তমানে রাজ্য জুড়ে পূর্ত দফতরের অধীনে প্রায় ২ হাজার ২০০টি সেতু ও কালভার্ট রয়েছে। এর বাইরেও কলকাতা ও সংলগ্ন শহরতলি এলাকায় একাধিক উড়ালপুলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে কেএমডিএ-র হাতে।