মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে জলাভূমি বোজানোর প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভায় আজ পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব অপরিসীম। নিজ স্বার্থে পুকুর বুজিয়ে বাড়ি বা নির্মাণকাজ করলে, তাকেও ‘অবৈধ নির্মাণ’ হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে তা’ ভেঙে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন এবং পরিবেশ দপ্তরকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মুনাফার জন্য জলাভূমি বোজানোর প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিককালে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এলাকা ঘিঞ্জি হয়ে ওঠায় সেখানে অ্যাম্বুল্যান্স পর্যন্ত ঢুকতে পারছে না।
এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময় বিজেপি বিধায়করা আজও সভার বাইরে ‘চুপ বিধানসভা চলছে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন। অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগে তাঁদের এই বিক্ষোভ।