মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় নিহত রাজ্যের তিন বাসিন্দার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মনোজ পন্থের ফোন মারফত তিনি জানান, পুরুলিয়া এবং বেহালার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্র ও সমীর গুহর পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে সন্ত্রাসবাদী হামলায় নিহত পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর স্ত্রী এবং বাবাকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি বিতানের বাবাকে স্বাস্থ্য সাথী কার্ড করে দেওয়া হবে বলে তিনি জাননা।
এছাড়া জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ঝন্টু আলি শেখের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।