মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমানে যাচ্ছেন প্রশাসনিক সভা করতে। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল মাঠে দুপুরে তাঁর সভায় যোগ দেওয়ার কথা।
মুখ্যমন্ত্রী কর্মসূচি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
মুখ্যমন্ত্রীর সভার জন্য প্রথা ভেঙ্গে বিদ্যালয়ের সময়সূচির বদল করা হয়েছে। সাধারনত সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত এই স্কুলে ক্লাস চলে। মুখ্যমন্ত্রীর সভার জন্য আজ স্কুলের সময়সীমা বদল করে সকাল ৭টা থোকে ৯টা পর্যম্ত করা হয়েছে। তারপরেই স্কুলের ছুটি হয়ে যাবে। বিদ্যালয়ের মাঠে গর্ত করে তৈরি হয়েছে মঞ্চ।
নিরাপত্তার কারনে পুরো স্কুল চত্বর কার্যত পুলিশের দখলে চলে গিয়েছে।
মাঠে বাচ্ছাদের ক্রিকেট কোচিং ক্যাম্প চলে। ক্যাম্পের কংক্রিটের দুটি পিচ ক্ষতিগ্রস্থ হয়েছে।
এনিয়ে বিরোধীরা সরব হয়েছে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।
প্রশ্ন উঠেছে শহরে এত বড় বড় মাঠ থাকতে স্কুলের পঠন পাঠন বন্ধ করে কেন সভার আয়োজন করা হল।
তৃনমুল নেতা দেবুটুডুর দাবি, মিউনিসিপাল হাই স্কুল মাঠ শহরের মাঝে হওয়ায় পৌঁছানো সহজ, পাশাপাশি এখানে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। রাজনীতি করার জন্য বিরোধীরা এসব বলছে।
বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায়ের দাবি, মমতার আমলে শিক্ষা ব্যবস্থা তলা নিতে গিয়েছে। এত মাঠ থাকতে স্কুল কার্যত বন্ধ করে তার কর্মসূচি নেওয়া হয়েছে, এটাই তার প্রমান।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজি আয়াবুল হায়াত অবশ্য জানিয়েছেন, স্কুলে ছুটি ঘোষণা করা হয়নি, শুধু সময়সীমার পরিবর্তন করা হয়েছে।মাঠেরও তেমন ক্ষতি হয়নি। মুখ্যমন্ত্রী মাঠে সভা করায় বরং স্কুলের কিছুটা লাভই হয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশ লাইন বাজার থেকে স্টেশন মোড় পর্যন্ত ড্রিল মেশিন ফুটিয়ে জিটি রোডে শাল বল্লার দিয়ে ব্যরিকেড করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় জিটিরোডে পড়েছে নতুন পীচের প্রলেপ। ডিভাইডারে পড়েছে রংয়ের পোচ। এ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস।
Site Admin | August 26, 2025 1:05 PM
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমানে যাচ্ছেন প্রশাসনিক সভা করতে
