মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ, প্রথম পর্যায়ের পাটনা মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করবেন। প্রায় তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ প্রথম পর্যায়ের এলিভেটেড মেট্রো পথের পরিষেবা চলবে আন্তরাজ্য বাস টার্মিনাল, isbt থেকে ভূটনাথ স্টেশন পর্যন্ত। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো প্রকল্পের কাজের সূচনা করেছিলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার isbt থেকে ভূটনাথ স্টেশন পর্যন্ত মেট্রোতে সফর করবেন এবং করিডোর ওয়ান-এ’র ভূগর্ভস্থ শাখার শিলান্যাস করবেন। সাধারণ যাত্রীদের জন্য আগামীকাল এই মেট্রো পরিষেবা শুরু হবে, সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই পথে মেট্রো চলাচল করবে।
Site Admin | October 6, 2025 11:41 AM
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজ, প্রথম পর্যায়ের পাটনা মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করবেন।