November 15, 2025 4:48 PM

printer

মিশরের কায়রোতে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় শ্যুটার এশা সিং আজ ব্রোঞ্জ পেয়েছেন

মিশরের কায়রোতে বিশ্ব শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় শ্যুটার এশা সিং আজ ব্রোঞ্জ পেয়েছেন। কোরিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন ইয়াং জিন ৪০ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন, চীনের ইয়াও কিয়ানশুং ৩৮ পয়েন্ট নিয়ে রূপো পেয়েছেন। এশা ৩০ পয়েন্ট স্কোর করেছেন।

৩ টি সোনা, ৫ টি রূপো ও ৪ টি ব্রোঞ্জ সহ ভারত পদকতালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ১০ টি সোনা সহ চীন প্রথম স্থানে, ৬ টি সোনা নিয়ে কোরিয়া দ্বিতীয় স্থানে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।