মায়ানমারে, সরকারের বিরুদ্ধে বিক্ষোভরত জনতাকে লক্ষ্য করে সেনাবাহিনীর একটি মোটর চালিত প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা ফেলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং ৪৭ জন জখম হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় মধ্য মায়ানমারের সাগাইং অঞ্চলের , চাউং ইউ তে এক বৌদ্ধ উৎসবের আয়োজনে প্রায় ১০০ জন জমায়েত হয়েছিল। তখনি এই হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই সেদেশে হাজার মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুহারা কয়েক লক্ষ মানুষ, গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরী হয়েছে সশস্ত্র প্রতিরোধ বাহিনী এবং ethnic militias দের মধ্যে। যদিও ২০২১ সালের অভ্যুত্থানের পর মায়ানমারে প্রথমবার, ডিসেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।