July 31, 2025 9:44 PM

printer

মায়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ NDSC আজ নতুন সরকার এবং স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন গঠন করেছে।

মায়ানমারের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ NDSC আজ নতুন সরকার এবং স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন গঠন করেছে। মায়ানমার রেডিও ও টেলিভিশন সূত্রে খবর, ইউ নিও সাও নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশনের নেতৃত্ব দেবেন সিনিয়ার জেনারেল মিন আউং লেইং। প্রতিবছর প্রতিরক্ষা বিভাগে কম্যান্ডার ইন চিফ বদল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদেশের প্রশাসনিক পর্ষদের মুখপাত্র জো মিন তুন জানিয়েছেন, জরুরি অবস্থার অবসান ঘটিয়ে দেশে সাধারণ নির্বাচন করানোর পরিকল্পনা চলছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।