January 9, 2026 2:32 PM

printer

মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল্‌স–এ ভারতের পিভি সিন্ধু সেমিফাইনালে উঠেছেন

মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গল্‌স–এ ভারতের পিভি সিন্ধু সেমিফাইনালে পৌঁছেছেন। কুয়ালালাওপুরে আজ কোয়ার্টার ফাইনালের খেলায় তিনি বিশ্বের তৃতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচি-র বিরুদ্ধে প্রথম গেম ২১-১১-এ জিতে নেওয়ার পর ইয়ামাগুচি খেলার ১২ মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু, পরবর্তী ম্যাচে ইন্দোনেশিয়ার পূর্তি কুসুমা ও চীনের ওয়াং-ঝি-ই-র মধ্যে খেলার বিজয়ীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, ২০২১ সালে ইন্দোনেশিয়া ওপেনের পাঁচ বছর পর সিন্ধু এই প্রথম সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন।

  অন্যদিকে, পুরুষদের ডাবল্‌সে শীর্ষ ভারতীয় জুটি সাত্যিক সাইরাজ রানকি রেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে আজ ইন্দোনেশিয়ার এম এস ফাকরি ও এফ আলফিয়ান জুটির মোকাবিলা করবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।