মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আগামীকাল থেকে ৪৭তম আসিয়ান শীর্ষ বৈঠকের আয়োজন করা হয়েছে। এবারের শীর্ষ বৈঠকের মূল সুর হিসেবে, সুস্থায়ী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা হয়েছে। এই শীর্ষ বৈঠকে আসিয়ান দেশগোষ্ঠীর রাষ্ট্রনেতারা উপস্থিত থাকবেন। এবারের বৈঠকে তিমোর-লেস্তে কে এই গোষ্ঠীর ১১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
আসিয়ান শীর্ষ বৈঠক ছাড়াও আলোচনার অংশীদার হিসেবে ভারত, চীন, জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।