মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসে ভারতের কিদাম্বি শ্রীকান্ত সেমিফাইনালে আজ জাপানের ইউশি তানাকার মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সকাল ১০টা ১৫ মিনিটে।
গতকাল শ্রীকান্ত কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের টোমা জুনিয়র পোপভকে ২৪-২২, ১৭-২১, ২২-২০ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।