মালদা শহরের একটি হোটেলে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের এক আদিবাসী জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে অনিন্দিতা সোরেন নামে ওই জুনিয়র চিকিৎসক দক্ষিণ দিনাজপুর এর বালুরঘাটের বাসিন্দা ছিলেন। গত সোমবার মালদা মেডিক্যাল কলেজের পড়ুয়া, প্রেমিক উজ্জ্বল সোরেন এর সঙ্গে দেখা করতে তিনি মালদা আসেন। দুজনে মালদা শহরের একটি হোটেলে উঠে। সেখানেই অসুস্থ হয়ে পড়ে আর জি করের ওই ডাক্তারি পড়ুয়া। পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর। পরিবারের অভিযোগ ডাক্তারি পড়ুয়া ছাত্রীটি অন্তঃসত্ত্বা ছিলেন। ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছিল তাকে। ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই প্রেমিক উজ্জ্বল সোরেন এর সন্ধান মিলছে না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Site Admin | September 13, 2025 10:05 PM
মালদা শহরের একটি হোটেলে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজের এক আদিবাসী জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
