মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর মেয়ে আসিফা শবনমের সেচ দপ্তরে চাকরী পাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে স্বজন পোষণ এবং চাকরী ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেছেন, যোগ্য চাকরীহারা শিক্ষক শিক্ষিকারা রাস্তায় চাকরী ফিরে পাওয়ার দাবীতে রাস্তায় বসে দিন কাটালেও তাঁদের কোন সুরাহা হচ্ছে না। এরই মধ্যে সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তরে এই চাকরী অন্যায়ভাবে করে দিয়েছেন বলে তাঁর অভিযোগ।
যদিও জেলা তৃণমূল সভাপতির দাবী, তাঁর মেয়ের চাকরীর জন্য কাউকে কোনো সুপারিশ করেন নি তিনি। অন্যদিকে সাবিনা ইয়াসমিন বলেছেন, মন্ত্রী কোটায় কাকে কোথায় চাকরী দেওয়া হবে, তা’ তাঁর ব্যক্তিগত ব্যাপার।