মালদার ভূতনিতে বন্যা পরিস্হিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ বন্যায় মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চেয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, তাদের প্রয়োজনীয় আশ্রয়, খাদ্যদ্রব্য এবং ওষুধের ব্যবস্হা রাজ্যকেই করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। কিভাবে বছরখানেক আগে তৈরি বাঁধ ভেঙে গেলে, সেই বিষয়টিও অনুসন্ধান করে ২ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানি নভেম্বর মাসে।
Site Admin | September 19, 2025 1:22 PM
মালদার ভূতনিতে বন্যা পরিস্হিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট
