July 17, 2025 9:19 PM

printer

মার্কিন সেনেট বৈদেশিক সাহায্য এবং সরকারি সম্প্রচারের জন্য তহবিল কয়েকশো কোটি ডলার কমানোর জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করেছে।

মার্কিন সেনেট বৈদেশিক সাহায্য এবং সরকারি সম্প্রচারের জন্য তহবিল কয়েকশো কোটি ডলার কমানোর জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করেছে।ইতিমধ্যেই কংগ্রেসের অনুমোদিত ৯শো কোটি ডলার ব্যয় কমানোর জন্য ডোনাল্ড  ট্রাম্পের অনুরোধের পক্ষে সএনেট ৫১-৪৮ ভোট দিয়েছে। বেশিরভাগ কাটছাঁট করা হয়েছে  রোগযুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগে ভুগছে এমন বিদেশী দেশগুলির সহায়তা কর্মসূচিতে। এরফলে আগামী দুবছরের মধ্যে কর্পোরেশন ফর পাবলিক ব্রডকাস্টিং এর  প্রাপ্য একশো দশ কোটি ডলারও বাদ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।