মার্কিন সেনেটর মার্ক আর. ওয়ার্নার পাকিস্তানে বর্তমান মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন ফরেন সেক্রেটারি মার্কো রুবিওকে একটি চিঠিতে সেনেটর ওয়ার্নার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করতে তাঁকে অনুরোধ করেন। ওয়ার্নার বলেন, পাকিস্তানের ২০২৪ সালের নির্বাচন নিয়ে বহু অভিযোগ উঠেছিল। তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন-পরবর্তী হিংসার বিষয়টি তুলে ধরেন।
Site Admin | January 24, 2026 9:36 PM
মার্কিন সেনেটর মার্ক আর. ওয়ার্নার পাকিস্তানে বর্তমান মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।